1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

দুই শালিক কবি : পারিজাত রক্ষিত তারিখ : ২৩-০৫-২০২৫

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

দুই শালিক
কবি : পারিজাত রক্ষিত
তারিখ : ২৩-০৫-২০২৫
তুমি ছিলে তাই প্রভাত হতে
তাকাই ঘড়ির পানে,
গুণেছি কখন সময় হবে
ছুটবো তোমার সনে।

তুমি ছিলে মোর স্নেহের সাথী
শিমুল, পলাশ বনে,
মেঘলা দুপুরে ছুটেছি দোঁহে
ময়দান বা নন্দনে।

তুমি ছিলে তাই বুড়ি গঙ্গায়
ভেসেছি তরণী বেয়ে,
ঢেউয়ের তালে সুর বেঁধেছি
উঠেছি যে গান গেয়ে।

তুমি ছিলে তাই বৃষ্টির দিনে
নিরবে দেখেছি চেয়ে,
কিশলয়- এর সংগোপনে
দুই শালিকের বিয়ে।

তুমি ছিলে তাই মোদের কথা
ঝরতো কবিতা হয়ে,
লোক মুখে মুখে ভেসে বেড়াত
লেখনী-তে যেত রয়ে।

তুমি ছিলে তাই উল্লাস ছিলো
ছিলো মন নিয়ে খেলা,
কথায় কথায় সন্ধ্যে ঘনাতো
কেটে যেত সারা বেলা।

বুঝিনি কখনো সকলি ছিলো
মধুর কথার ফাঁকি,
তাইতো আজি নিরালায় বসে
ঝরো ঝরো ঝরে আঁখি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট