1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৩:০৪ অপরাহ্ন

সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা….

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৪৪ বার পড়া হয়েছে

সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫ পাচ্ছেন যাঁরা….

সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’ প্রদানের জন্য নারী উদ্যোক্তা শাখায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন নারী পাচ্ছেন ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’। গত ২১ মে ২০২৫ খ্রি. রোজ বুধবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্মাননা প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. নীলিমা আক্তার নীলা (নারী উদ্যোক্তা);
২. আফরিন নাহিদ (নারী উদ্যোক্তা);
৩. কাজী নওশিন লায়লা (নারী উদ্যোক্তা);
৪. তাহেরা ইসলাম তিন্নি (নারী উদ্যোক্তা);
৫. জান্নাতুল ফেরদৌস বিন্তি (নারী উদ্যোক্তা);

এই প্রসঙ্গে ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে সম্মাননা প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত নারীদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, নারী উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো অজেয় উদ্যোক্তা সম্মাননা ২০২৫’।

শুভেচ্ছান্তে:

স্বাক্ষরিত/-

এস এম দেলোয়ার জাহান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

স্বাক্ষরিত/-

তানিয়া পারভীন তামান্না
সাধারণ সম্পাদক
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম
মাদারীপুর, ঢাকা, বাংলাদেশ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট