কবিতা শিরোনাম
নজরুল স্মরণে
কলমে চন্দন বৈদ্য
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
কবি নজরুল নাম।
ব্যস্ত জীবনের মাঝে করি
তোমাকে সালাম ।
তুমি মোদের প্রাণে জাগিয়েছ
বিদ্রোহের গান ।
নীরবতাই রেখে গেছো
জনমনে শ্রদ্ধা ও মান।।
দেশ স্বাধীনতার তরে
তুমি লিখেছ শাণিত বাণ।
বিপ্লবীরা উদ্বুদ্ধ হয়ে তোমাকে
প্রাণে দিয়েছে স্থান।
জাত পাত ছোঁয়াছুয়ির
তুমি দাওনি কোন স্থান।
শ্রদ্ধা ভরে আজও তোমাকে
মানুষ দেয় মান।
তুমি এই দিনে এসেছো ধরায়
আনন্দ অন্তর জুড়ে।
মানুষ আজও তোমাকে স্মরে
নজরুল গীতিতে মন ভরে।