কবিতা -লোভের বশে
কলমে-চন্দন বৈদ্য
তারিখ-২১/০৫/২৫
সৃষ্টি কালে কুঞ্জে গাহে
বিধাতার এ নন্দে খেলা,
আদম ইভের সৃষ্টির সাথে
শয়তানের ওই গানে মেলা।
মানুষের ওই লোভ ঢুকিয়েই
ভুলটা তুমি দিলে মনে,
সবাই আজ তাই লোভের বশে
রিপুর দোষে দোষী ক্ষণে।
অহমিকার গোঁড়ামিতে
যুদ্ধে যুদ্ধে লিপ্ত সবাই,
স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে
করে লোকে শত্রুর জবাই।
ভালো করে দেখো এখন
ভাগ্যের দোষে কী ফলাফল,
ফুলের বনে উড়ছে ভ্রমর
ফোটে কিনা ওই শতদল।
সৃষ্টিকর্তা তুমি আছো
মাথার পরে তোমরা সবে,
ভালো মন্দের বিচার করে
সুখ শান্তিতে দাও হে ভবে।
স্বরবৃত্ত ছন্দ (৪+৪/৪+৪)