ছড়া:-ছেলেবেলা
কলমে :- মহামায়া রুদ্র
তারিখ :-২১-০৫-২০২৫
ওই দেখা যায় অনেক দূরে
আমতলাতে ছোট্ট কুঁড়ে,
ইচ্ছে করে সই যাই যে উড়ে
পাখির মতো ডানা জুড়ে।
আমগুলি-র স্বাদ কাঁচা মিঠা
খাবো সবাই গোটা গোটা,
খাওয়া হলেই পালাব ভিটা
খেয়ে নিয়ে হলাম মোটা।
আসছে ছুটে যে হার হাবাতে
কচি আমের ছাল ছাড়াতে,
লেবু,লঙ্কা দিয়ে রসিয়ে মাখা
কলার পাতে হয়েছে রাখা।
চেটেপুটে বেশ খাবার পরে
মিষ্টি মুখে আয়েশ করে,
নেই তো সময় তাদের মোটে
দিঘির জলে সবে ছোটে।
গুরুমশাই ঐ আসছে ধেয়ে
বাঁশের লাঠি হাতে নিয়ে,
চেঁচিয়ে বলে হতভাগা-রা বটে
পড়াশুনো তুলেছে লাটে।
@সবাই