প্রতীক্ষা
কলমে: পারিজাত রক্ষিত
তারিখ: ২১-০৫-২০২৫
মুঠোফোনের পর্দাতে
শিশু মন আলো,
মা-র মুখে রূপকথা
লাগে নাতো ভালো।
চাঁদ মামা,টিনটিন
নিয়েছে বিদায়,
হাঁদা ভোঁদা পড়ে গেছে
বিষম দ্বিধায়।
গোপাল ভাঁড়ের আজি
হাসি নেই মুখে,
বারান্দার এক কোণে
পরে থাকে দুখে।
অতি প্রিয় প্রাণ চাচা
হয়েছে সে পর,
অরণ্যদেব ও আজি
ছেড়েছে যে ঘর।
নেট দুনিয়ার কাছে
সবে হেরে গেলো,
কমিক্স চরিত্র যত
ইতিহাস হলো।
অতীতকে তবু মোরা
রাখি মনে ঘিরি,
অপলকে চেয়ে থাকি
যদি আসে ফিরি।