হে সাহসী নারী
রিয়াজুল হক সাগর।
তুমি অকালে হারাতে বসেছিলে
অবহেলার দুয়ারে,
বদলাতে চেয়েছিলো এই সমাজের
হায়নার দল।
তুমি প্রতিবাদ করেছিলে তাই
তোমাকে দাবাতে পারেনি,
নারী তুমি সেই সাহসী নারী
ভয়কে করেছো অগাৎ জয়।
আজব তোমার চিত্রে অনেক কাহিনী
লেখা হয়েছিলো,
তুমি ভেঙ্গে করলে চুরমার এই সমাজে
অপশক্তিকে হার মানিয়ে দিলে।
সেই তুমি সাহসী নারী
কত দিন কেটে গেছে অবহেলায়,
অনাহারে চিৎকারে আর চোখের জলে
এখন তা আর হয় না তোমার প্রতিবাদে।