1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

কবিতা — আমরা করবো জয় কবি: মহামায়া রুদ্র। তারিখ- ১৬-০৫-২০২৫

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

কবিতা — আমরা করবো জয়
কবি: মহামায়া রুদ্র।
তারিখ- ১৬-০৫-২০২৫

কোথায় গেল চির সবুজ
শীতল বায়ুর দেশ,
কোথায় হারালো স্বাধীনতা
সহস্র কন্ঠের রেশ।

চারিদিকে শুধু হাহাকার
রক্তে স্রোতে পথ বন্ধ,
হিংসার দাপটে বাতাসে
তাজা বারুদের গন্ধ।

তুলসীতলে দীপ নিভিয়ে
মশাল উঠলো জ্বলে,
অত্যাচারীর নিধনে চলে
মা-বোনেরা দলে দলে।

দামাল ছেলেদের বুকেতে
স্বজন হারানো ব্যথা,
একত্রে সবে ছুটে চলেছে
মানে না কাহারো কথা।

অমানিশার রাত ঘুচিয়ে
আনতে চাঁদের আলো,
জাত,পাতের দ্বন্দ্ব ঘুচিয়ে
বাসবে সবারে ভালো।

অন্ন, বস্ত্র, বাসস্থান,মান
আসবে আবার ফিরে,
আশ্রয়হীন আশ্রয় পাবে
থাকবে সুখের নীড়ে।

বটের ছায়ে জুড়াবে প্রাণ
পরিশ্রান্ত যাত্রী যত,
শস্য শ্যামলা হবে যে ধরা
আবার আগের মতো।

স্নেহের বাঁধনে বাঁধা মোরা
নেইতো মোদের ভয়,
দুর্গম পথ পেরিয়ে শেষে
আমরা করবো জয়।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট