কবিতা: কঠিন সত্য বলা
কবি:- মহামায়া রুদ্র।
তারিখ: ১৫-০৫-২০২৫
নয়তো সহজ সত্যের পথে
অবিরাম হেঁটে চলা,
বড্ড কঠিন দৃঢ়তার সাথে
সততায় কথা বলা।
সাধের দেহ ইস্পাতের ন্যায়
শত অস্থি দিয়ে মোড়া,
মান সম্মান শিরায় শিরায়
জ্বলন্ত অনলে ঘেরা।
মুখোশের আড়ে মুখ লুকায়
কাটছে সুখেই দিন,
মিথ্যে ফানুস উড়িয়ে আকাশে
বাড়ছে ক্রমেই ঋণ।
সত্য তাই আজ জীবন কাড়ে
শত ছিন্নভিন্ন দেহ,
জঞ্জাল হতে দুর্গন্ধ ছড়ায়
খোঁজ রাখে না’তো কেহ।
রক্ষকেরা রাতে ভক্ষণে মাতে
গণদেবতার মান,
তাই সহজে করে নেয় সবে
উঁচু কেদারায় স্থান।
প্রতিবাদে রয় প্রাণের ঝুঁকি
সত্যকে এদের ভয়,
হুমকির কাছে শির নুইয়ে
মিথ্যার- ই হয় জয়।
ভেকধারীরা দল ছেড়ে সব
অসৎ স্রোতেতে ধায়,
কুঁড়াদানিতে তাদের খোরাক
যেন বুঝি খুঁজে পায়।
প্রতিনিয়তই দেখছি চেয়ে
সমাজের অবক্ষয়,
চোরাবালির কঠিন ছোবলে
মানসিকতার ক্ষয়।
রাজপথে আজ সততা কাঁদে
জীবনচক্রের ছকে,
অসত্য চলেছে বক্ষ ফুলায়
দেখি স্বর্ণ রথ হেঁকে।
বস্ত্র বাসস্থান খাদ্যে-র আশে
মিছে ছলনায় ভুলি,
ন্যায় নীতি বোধ সকলি আজি
দিয়েছি চিতায় তুলি।