1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

কবিতা:বাবা মায়ের স্বপ্ন আশা, কবি:কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা।

  • প্রকাশিত: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

কবিতা:বাবা মায়ের স্বপ্ন আশা,
কবি:কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা।

বাবা মায়ের কত স্বপ্ন আশা, ছেলে করবে এম এ পাশ।
ঐ বিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিলে হলো লাশ।
অকালেই জীবন চলে গেল,কি নিষ্ঠুর এই ভুবন।
রাক্ষুসী এক ভয়ঙ্কর নারী গুলি করে, নিয়েছে কেড়ে জীবন।
বুক ফুলিয়ে বলতো ছেলে,বাবা আমি বীর যুদ্ধা।
এক মাত্র সন্তান আমি,কি করে বাজবে বাবা,মা যে বৃদ্ধা।

আমি বইর পাতায় কত পড়েছি, একাত্তরের করুন ইতিহাস।
দেশের জন্য জীবন দিয়ে,হয়েছি অমর নিথর লাশ।
ভেবেছিলাম মাথা উঁচু করে,বাজবো সুন্দর ভুবনে।
ভাবিনি আমি অল্প সময়ের জন্য,জন্ম নিয়েছি জীবনে।
ঐ রাজপথে চলে গেল, কত বীর সন্তানদের প্রাণ।
বাবা মায়ের কলিজা হাহাকার করে, কোথায় আমার সন্তান।

মেধার বিকাশ এর জন্য, ছাত্রদল করে আন্দোলন।
স্বৈরাচারী সরকার হাসিনা,করে না তাদের গ্রহণ।
বুক পেতে এগিয়ে যায় ছাত্র ছাত্রী,ছিলো না প্রাণে ভয়।
জীবন দিয়ে রক্তের সাগরে ভেসে, বাংলাদেশ কে করবে জয়।
বিচারপতি ছিলো না সোচ্চার,বলে রাজাকার।
যুব সমাজ উঠল জেগে,ডাক এলো জনতার।
বীর বাঙ্গালী ছুটে এসে,পাশে দাঁড়ায় ,নিয়ে মনোবল।
স্বৈরাচারী সেখ হাসিনার পতন ঘটে,হাড়ায় সব সম্বল।

বাবা, মায়ের অনেক আশা,ছেলে পাবে বুঝি চাকরি।
পায়ের জুতো ক্ষয় হয়, মাথা নিচু করে ফেরে বাড়ি।
বড় শিক্ষায় শিক্ষিত হয়ে, চাকরির আশায় বুক বাঁধে।
বেকার জীবন খুবই কষ্ট কর,বালিশে মাথা গুঁজে কাঁদে।
বাবা,মা বলে ভাবিস না, একদিন স্বপ্ন পুরন হবে।
ইন্টারভিউ দিতে গেলে,বলে বিশ দশ লাখ লাগবে জবে।
জীবনের সাথে সংগ্রাম করে, সার্টিফিকেট এর বয়স শেষ।
সরকার বলে রাজাকার, তোদের জন্য না এই বাংলাদেশ ।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট