কবিতা:- কাঁটা তারের বেড়া
কবি:- মহামায়া রুদ্র।
তারিখ ১০-০৫–২০২৫
শ্মশানের ধার ঘেঁষে কাঁটাতারের বেড়া।
তারি মাঝে বয়ে চলে খরস্রোত নদী!
এপারে সবুজ ধান, ওপারে সবজি পান।
ব্যবধান শুধু একটা কাঁটাতারের বেড়া।
এপার বাংলা, ওপার বাংলা, মিলেমিশে,
যেন ভাই ভাই।
একই আকাশ, একই বাতাস, একই নদীর জল। একই জলে শুদ্ধ হয়,
আমাদেরই মা-বোনেদের দল।
ওপারে কবরস্থান,
এপারে ঝাউ ডাঙ্গার শ্মশান।
মাঝখানে বয়ে যায় নিরবধি, ইছামতি নদী। এপারের চিতাতে আগুন জ্বলে, ধোঁয়া ওড়ে ওপারে।
ছাই ওড়ে নদীজুড়ে,
বাংলা মায়ের সন্তান সবাই, মিলেমিশে থাকি তাই। সরল ভাষা, মিষ্টি হাসি, দামাল ছেলের দল।
হঠাৎ কেন এই বজ্রাঘাত! খুন-খারাবি করো? সবাই তো মায়েরই সন্তান।
সেই মাকে ঘরের মধ্যে রেখে,
কেমন করে আগুন জ্বালো?
লুটছো গাড়ি, ভাঙছো বাড়ি”
খালি করছো মায়ের কোল।
জাতিভেদ ভুলে, কোলে তুলে নাও,
যত আছে অবহেলিত শিশুর দল।
এদেশ বাঁচাতে লড়াইয়ের ময়দানে !
প্রাণ দিয়েছে নানান জাতি” ভুলে ছিল ভেদাভেদ । মাতৃভূমি রক্ষার কারণে রক্ত দিয়ে ছিল যারা!
মনে পড়ে কি তাদের কথা ?
তুমি কি পারবে? একা তোমাকে রক্ষা করতে?
দশ লাঠির বোঝা, বওয়া ভীষণ ভারী।
তাই আসো, একসাথে হাত রাখি,
ভালোবাসায় গড়ি সেতু আলোভরি।
হিংসার বাঁধ ভেঙে, সৃষ্টি করি পথ,
যেখানে মানবতা জাগে সবার অন্তরাত্মার শিখরি।