কবিতা যুদ্ধ নয় শান্তি
কবি:শরীফ এলাহী
দেশে দেশে যুদ্ধ
শত্রুর সাথে শত্রু যুদ্ধ
ভাইয়ের সাথে ভাইয়ের
স্বামীর সাথে স্ত্রীর যুদ্ধ
বাবার সাথে মায়ের।
অন্যরকম যুদ্ধ চলে
প্রতি সংসারে
শ্রমিকেরা যুদ্ধ করে
সংসার চালানোর জন্য।
ঘরে ঘরে যুদ্ধ এখন
আনছে সবাই টেনে।
ইসরাই আর ফিলিস্তিনির
যুদ্ধ দেখে সারা বিশ্ব মিলে।
মনের সাথে মনের যুদ্ধ
চলে বারোমাসি
জীবনযুদ্ধে অবিচল থাকে
গরিব দুঃখী সকলে।
যুদ্ধ নয় শান্তির বাণী
আমরা সবাই জানি
তবে কেন আমরা সবাই
যুদ্ধ যুদ্ধ খেলি।
সন্ধি করি দেশে
সন্ধি করি মনে
একসাথে চলবো আমরা
শান্তির বারতা আনবো টেনে।