কবিতা:তুমি লিখে ছিলে গান,
কবি:কারিমা খাঁন দুলারী।
তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ,
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।
মনে হয় মধুময়
আমার এই ভুবন।।
সে সুরের মূর্ছনায়
ভরে যায় এ হৃদয়,
ভালোবাসা আজো আছে
গাঁথা বীণি সুতায়।
ছিড়বে না জানি এ বাঁধন
থাকবে তো চিরদিন।।
তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ ।।
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।।
ছিঁড়ে গেছে মনোবীণার তার
ডেকে বলো কি হবে আর,
এ জীবনে কোনদিন আমি
তাঁর হতে পারবো না আর।
মন মন্দির ঘিরে আমার
স্মৃতিরা কাঁদে সর্বক্ষণ
তুমি লিখে ছিলে যে গান
ঐ গান আমার এই প্রাণ,,
সে গানের সুর দিয়ে
নতুন করে পেলাম জীবন।।