কবিতা:আত্মার বন্ধন
কবি:- জাহিদ সরোয়ার
ভালবাসা যদি শুধু স্পর্শে থেমে যেত,
তবে হৃদয় এতো আঘাত পেত না,
চোখের কোণে এত অশ্রু জমত না,
ভরা শহরেও মানুষ এতো একা হতো না।
স্পর্শ ছাড়া ভালবাসা যেমন অপূর্ণ,
তেমনই শুধু শরীরের টান হয়ে গেলে,
ভালবাসা হয়ে যায় বিবর্ণ, নীচু এক চাহিদা।
যদি সত্যি পুরুষ কেবল শরীরই চাইতো,
তবে রঙিন বাতি জ্বলা পথের মেয়েরা
হত সবচেয়ে সুখী,
তাদের চোখে থাকত না ফেলে আসা স্বপ্নের ম্লান ছায়া।
পতিতালয় হতো প্রেমের পূর্ণিমা রাত।
কিন্তু না—
ভালবাসা তো শরীরের চেয়ে বহু গভীরে বাজে,
এটা এক আত্মার টান,
যেখানে শুধু ছুঁয়ে নয়, অনুভব করে।
ভালবাসা মানে কারো চোখের ভাষা পড়া,
ভালবাসা মানে কারো নীরব কান্নার পাশে বসে থাকা।
ভালবাসা মানে—
স্পর্শের আগে আত্মার বন্ধন,
আর আত্মার পর ছুঁয়ে যাওয়া শরীর,
শুধু সম্মানের সাথে… ভালবাসার মতো করে।
🤍