ধর্মের বাঁধন
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
ধর্মের প্রদীপ জ্বালিয়ে দাও
জীবন চলার পথে,
মোহের নেশা মায়ার বাঁধন
প্রতি পদের মতে।
ধার্মিক কর্মীর উদ্যোগ নিয়ে
ধর্মের পথে চলেন,
অবিশ্বাসী ধোঁকাবাজ দল
মুনাফেকির হলেন।
ধর্ম হারায় ব্যাকুল পথিক
পিছিয়ে রয় ভবে,
মুখোশ আটকা বাহিনীকে
দেখে না তো সবে।
সারাজীবন হিংসা নিন্দায়
প্রতিহিংসার তরে,
স্বার্থের লোভে ডুবে সবাই
মানব কূলে মরে।
ধোঁকাবাজ ঐ শয়তান দল
ঈমান নিয়ে খেলে,
মোমিন বান্দার ক্ষতি করে
উড়ে ডানা মেলে।
ধর্মের বাঁধন বুকের ভিতর
শান বাঁধিয়ে রাখে,
অধার্মিক কাজ ঘৃণ্য পশুর
ধর্মের কর্মে মাখে।