1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:১৩ পূর্বাহ্ন

শিরোনাম:-বর্তমান সমাজ কবি- মহামায়া রুদ্র। তারিখ:-০৮-০৫-২০২৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

শিরোনাম:-বর্তমান সমাজ
কবি- মহামায়া রুদ্র।
তারিখ:-০৮-০৫-২০২৫

স্বার্থের চিঁড়ে ভেজায় অনায়াসে,
লুটের ফসল ঘরে তুলে তৃপ্তির ঢেকুর তোলে।
সমাজের সাধারণ মানুষ করজোড়ে ভিক্ষার প্রার্থী,
ওই দুষ্কৃতীদের কাছে।

বুদ্ধিজীবীরা আজ বন্ধ মুখ,
কোনো কলমও আর সহজে গর্জে ওঠে না।
অ-মেরুদণ্ডী সমাজে প্রাণের ভয়ে বোবা প্রতিবাদ।
এক নিমেষে অসহ্য যন্ত্রণায় মুচড়ে ওঠে
জরা-জীর্ণ অস্থি।

ফিসফিস, গুঞ্জন, শব্দের তরঙ্গ ছড়ায়,
অথচ বজ্রপাতও হয় না,
পুড়ে ছারখারও হয় না।
অন্যায়-অবিচারে নির্বিকার মুখ।

এভাবেই অকেজো হয়ে যাচ্ছে শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ।
সত্যের ভয় আর মিথ্যার জয় দিয়েই চলছে সমাজের ক্ষয়।
কিছু অসৎ মানুষের বাড়বাড়ন্ত,
অকাল সমাবেশ।
নির্বোধ ভক্তদের দান-দাক্ষিণ্যে কোনো ত্রুটি নেই।

অবরুদ্ধ যন্ত্রণায় বুকে আসে প্রতিবাদ,
তবু মুখে নেই কোনো প্রতিবাদের ভাষা।
বৈশাখের দাবদাহে মিছিলে লাইন,
পেটের খিদে, তৃষ্ণায় বুক ফাটে—
তবু প্রতিবাদ নেই,
জেলের আসামির মতো মাথা নত।

আমরা পিছু হাঁটতে হাঁটতে দেয়ালে ঠেকেছে পিঠ।
এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে।
জনগণ, আর ঘুমিয়ো না—
ওঠো, জাগো, প্রতিবাদ করো!
আজ যা আমার সঙ্গে ঘটছে,
কাল তা তোমার সঙ্গেও ঘটতে পারে।
অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হও।
এসো, সকলে মিলে সুন্দর ও সুস্থ সমাজ গড়ে তুলি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট