মোর ক্ষতের প্রলেপ!
কবি:রকিবুল ইসলাম।
০৮.০৫.২৫।
আমি তো কাহারও অবহেলার স্বীকার
মর্মন্তুদ এক আহত প্রাণী।
প্রগাঢ় অভিমান লইয়া কালের চোরা স্রোতে
তলাইয়া যাইতে বসা অসহায় এক যাত্রী।
নিঃসীম আঁধার বেষ্টিত রজনীতে আলোর পিদিম হস্তে অপেক্ষমান সতত নিষ্পলক এক চাতক পাখি।
ঝড়ঝঞ্ঝা বিক্ষুব্ধ নিশীথে সবকিছু হারাইয়া ফেলা সর্বহারা ফেরারী এক মাঝি।
স্বপ্ন’ই যাহার একমাত্র আলোকবর্তিকা!
আশা-আকাঙ্ক্ষা’ই যাহার অবলম্বন, একমাত্র তরী!
আসিল না যখন সে আর ফিরিয়া,
প্রতীক্ষা ব্যতীত কি আর করি!
শত-সহস্র বেদনা লুকাইয়া অশ্রুসজল নেত্রে শুধু তাহারেই স্মরি!
তাহার স্মৃতি হাতড়াইয়া বেড়াইবার
অধিকারটুকুও যদি সে নেয় কাঁড়িয়া!
পাড়ি জমাইব ওপারে!
যাইব তবে হারাইয়া না ফিরিবার দেশে এই ধরণী ছাড়িয়া।
কাঁদিওনা তখন,ঝরাইওনা তোমার নেত্র হইতে মুক্ত বিন্দুর মত বিসর্জিত অশ্রু।
অতীব যতনে রাখিও তাহা মোর ক্ষতে প্রলেপ দিবার লাগিয়া।