শিরোনামঃ হারিয়ে যাবো একদিন
লেখক: মীর ফয়সাল নোমান
তারিখ:৭/০৫/২০২৫
হারিয়ে যাবো একদিন,
চলে যাবো দুনিয়া ছেড়ে।
আর ফিরবো না,
তোমাদের মাঝে।
চলে যাবো দূরে
অনেক দূরে…
হয়তো বা কেউ,
মনে রাখবে না;
অনেকে ভুলে যাবে।
কেউ পুরাতন দিনের কথা
ভেবে কষ্ট পাবে,
কেউ আমার সাথে
সুন্দর সময় কাটিয়েছে
ভেবে স্মৃতি রোমন্থন করবে।
সময় চলে যাচ্ছে
বয়স বাড়ছে,
মারা যাবো একদিন;
শেষ বিকালের হাতছানি।
থাকবো না বেশি দিন
তোমাদের মাঝে
হারিয়ে যাবো
কোনো একদিন।