শিরোনাম :-বিশৃঙ্খলা।
কবি:-দুর্গা শংকর দাশ।
তারিখ:-০৭,০৫,২০২৫
বিশৃঙ্খলা ঠাঁই নিয়েছে
তরতাজা তরুণ মগজ গুলোতে।
নারকীয় উন্মাদনা চলছে
পথে – রাজপথে কিংবা অলিতে গলিতে।
তরুণী দের শরীরে চলছে
উগ্র আধুনিকতার বিলাসবহুল সাজ।
সংসার সুখের কথা ভুলে
তারা করতে রাজি পুরুষের সমান কাজ।
পড়াশোনার কড়া রুটিন ফাঁকি দিতে
শিশুরা মুখ ফিরিয়ে নিয়েছে পঠনপাঠন থেকে।
বড়দের অনুকরণ করে শিশুরা
দিব্যি সুখে আছে মুঠোফোনে মুখ রেখে।।
পুরোহিত, মোল্লা,ফাদার,পাদ্রী
সাধারণের মনে ধরিয়েছে ধর্মের উদগ্র নেশা।
রাজনীতির কেউকেটারা ভীষণ খুশি
রাজনীতিকে করেছে উপার্জনের পেশা।।
স্রষ্টা নিজেই অনুতপ্ত
তাঁর সৃষ্টি সুখের পৃথিবীতে বিশৃঙ্খলা দেখে।
প্রকৃতি ও আজ হারিয়ে সাম্য
আনে দুর্যোগ ,আনছে প্রলয় একে একে।।