শিরোনামঃ আত্ম গ্লানি
কবি: রেবা ডাকুয়া মিস্ত্রী
তারিখ: ০৬/০৫/২০২৫
যত কালিমা লুকিয়ে রেখেছো
মনের গোপন কুঠরে,
অনুতাপের ওই গঙ্গার জলে
ধুয়ে নিও স্বচ্ছ করে।
জীবন শেষে আসিবে যখন
সায়াহ্নে গোধূলি বেলা,
সকল অনুভব হবে নিস্তেজ
শেষ হবে ভব খেলা।
হিংসা বিবাদ সব ঘুচিয়ে দিয়ে
করো নতুনের আহ্বান,
মুক্ত করো মম আত্ম গ্লানি
শুদ্ধ কর মন প্রাণ।
আজ হোক বা কোন একদিন
চলে তো যেতেই হবে,
কায়ার মায়ায় বিভোর তবু ও
আমৃত্যু কাল সবে।
অবুঝ মনকে প্রশ্ন করিলে ও
সে দেয় না কোন সাড়া,
জীবন লীলায় মাতোয়ারা সে
শেষের দিনে দিশাহারা।