মাটির দেহে
কবি:হালিমা সুলতানা
তারিখ :-০৬-০৫-২০২৫খ্রি:
মাটির দেহে হাজার রূপে
বসত করে আত্মা চুপে
একি অঙ্গে ভিন্ন রঙ।
মাটির গড়া দেহের মাঝে
যন্ত্রপাতি হাজার কাজে
কালো সাদায় গড়ায় ঢঙ।
দেহের সাজে সবাই ছুটে
মরিচীকায় স্বপ্ন লুঠে
সকাল-সাঁঝে, রাত্রি, ভোর।
রূপের তালে অঙ্গ দুলে
আকাশ জমি সবই ভুলে
আঁধার ঘরে নেই তো দূর।
দেহের পাখি উড়াল দিলে
রঙের ঘুড়ি খামচে নিলে
স্থায়ী মাটির আঁধার ঘর।
হাজার রূপে হাজার জনে
থাকবে বলো কাহার মনে
নিজের দেহে নিজেই পর।