কবিতা :সাগর সৈকতে 🌷
কবি- এ.কে.মাসুম
আমার কর্মব্যস্ত যান্ত্রিক শহুরে জীবনটা বেশ ক্লান্ত,
অনাকাঙ্খিত নানান কষ্টের অনলে দগ্ধ মনটা বলে-
আমি আর সইতে পারছিনা জীবনের অসীম যন্ত্রণা।
আমায় নিয়ে যাও তুমি অনেক দূরে, বহু বহুদূরে ;
নিয়ে যাও নির্মল প্রকৃতির কাছে, সুন্দরের কাছে,
যেখানে নেই অসুন্দর মন, নেই নোংরা মানসিকতা,
যেখানে থাকবে না, মানুষের অমানুষিক হিংস্রতা,
থাকবে না সামান্য কারণে বৈরিতা বা স্বার্থপরতা।
যেখানে মন খুলে বলা যায় মনের সঞ্চিত সব কথা,
ক্ষণিকের জন্য হলেও সব ব্যথা ভুলে যাওয়া যায়।
ফেলতে পারিনি মনের আকুতি, তাই তাকে নিয়ে,
বহু পথ পাড়ি দিয়ে, বহু নদ-নদী পাহাড় পেরিয়ে,
গিয়ে দাঁড়ায় সাগর সৈকতে, সিক্ত হই সাগর জলে।
আছড়ে পড়া বড় বড় ঢেউগুলো ধুয়ে দেয় যন্ত্রণা।
সীমাহীন নীল উত্তাল জলরাশির বেতাল খেলাধুলা,
মন কেড়ে নেয়, ভুলিয়ে দেয় তিক্ত জীবনের কথা।
একদিকে দিগন্ত বিস্তৃত ঊর্মিমালাদের অভয়ারণ্য,
আঁখি ধন্য দেখে অন্যদিকে আকাশচুম্বী পর্বতমালা।
নিজেকে প্রশ্ন করি- স্রষ্টার এই অপূর্ব সৃষ্টি দেখবো?
নাকি শুধু কুৎসিত অতীত ভেবে নিজে অসুস্থ হবো?
পাহাড় বলে- শত আঘাতে আমার মত অটল থেকো,
দেখবে তুমি জয়ী হয়ে, আমার মতোই টিকে থাকবে।
পাবে সাগর কন্যার অকৃত্রিম ভালোবাসার ছোঁয়া।
সাগরের নীল জল পা ছুঁয়ে বলে- যেও নাগো ভুলে,
চলে এসো একাকীত্ব কাটাতে, এই সাগর সৈকতে।