কবিতা
শিরোনাম: উঁচু-নিচু জাত
কবি: শ্রাবনী মজুমদার
তারিখ: ২/৫/২৫
কে তুমি আগন্তুক?
খোঁপায় গাঁদা পরনে নীলাম্বরী
দুষ্ট চোখে মিষ্টি চেয়ে পিছুপিছু হেঁটে
এসেছ আমার বাড়ি,
তুমি কি কল্পনা নাকি চিরচেনা?
বুঝতে একটু দেরি
মনের সীমানা পেরিয়ে হঠাৎ
জ্বলছে আগ্নেয়গিরি ।
বলবে কি কথা; হৃদয়ে ব্যথা
অস্থির রোদন!
হায়! মরি মরি কি যে আমি করি
কে বুঝিবে জ্বালাতন,
প্রেমের তরী পূর্ণ করি
সঁপেছি তোমারে মন
মেঘের মুল্লুকে বসেছে মেলা
আষাঢ়ের আলিঙ্গন।
কে যেন ডাকে বলে আমাকে
ধর না তার হাত,
কষাই তোমার কাটবে গলা
ও যে নিচু জাত!
ডুবুডুবু বেলা গোধূলির মেলা
সমস্ত ঋণের ভার!
সিন্ধু পারি দিতে হবে কাণ্ডারি
পর না কলঙ্ক হার।
ব্রাহ্মণ তুমি সবার উপরে
এ যে তোমার গর্ব
সুন্দর হলেও নিচু সে নারী
জাতের করিবে খর্ব,
নিশ্চুপ থেকে বললাম হেসে
তুমি বড্ড মূর্খ
উঁচু-নিচু জাত মানি না আমি
করি না কোন দর্প।
উঁচু-নিচু লেখা আছে কি শরীরে?
ওটা মনে গাঁথা
সাবান দিয়ে ধুয়ে নাও মন
আলোর পাবে দেখা,
ভালোবাসি যারে পেতে চাই তারে
ফুটেছে মিলনের রেখা
প্রেমের লগ্নে ভ্রান্ত পথিক
বাজাতে চায় বিয়োগ ব্যথা।