কবিতা:অন্দর মহল,
কবি:কারিমা খাঁন দুলারী,
ঐ রাজ মহলের জলসা ঘরে
যখন শেষ হবে নাচ গান,
সুরের মূর্ছনায় সবার আমি
ভরে দিবো মন ও প্রাণ।
নাচ মহলে ইলিক ঝিলিক
জ্বলে রং বেরঙের বাতি,
অন্দর মহলে গুঞ্জন শুনি
রাজা করবে আমায় সাথী।
পায়ে ঝুমুর ঝুমুর বাজে নূপুর
গানের সুরের মূর্ছনায়,
আনন্দে মেতে ওঠে সবে
রাজ মহল হয় মধুময়।
বাহিরের আলো বাতাস চোঁখে
দেখি না কখনও আমি,
হৃদয় ভরা কষ্ট দুঃখ ভরা
জানে ঐ অন্তর্যামী।
রাজ মহলের বিলাসীতায়
অপরূপা আমি সুন্দরী,
নাচের তালে রাজা মশাই
টানে ধরে আমার শাড়ি।
অলংকারে অলংকৃত সাজে
ভরা রূপের শোভা ঢালি,
নাচ দেখে হয় মাতোয়ারা
রাজা নেশায় দেয় তালি।