1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

কবি রনী খাতুনের একগুচ্ছ কবিতা। টাঙ্গাইল বাংলাদেশ।

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

শিরোনামঃ খাঁটি চেনা দায়
কলমেঃ রনী খাতুন

যারে কভু দেখি নাই
সে যে বড়ো মঁজু,
খুব ভালো রাঁধে শুনি
পিক পরা ফজু।

শোনা কথা মুখে তুলে
সেই নাকি জ্ঞানী,
গুণীজন চুপ থাকে
এ কথাটা মানি।

চকচকে মনে হলেও
সোনা সে তো নয়,
গুণে মানে খাঁটি হলে
সোনা তারে কয়।

নকলের এই ভবে
খাঁটি চেনা দায়,
সুশীলেরা দেখে তাহা
করে হায় হায়।


শিরোনামঃ ঘুমে ঘোরে
কলমেঃ রনী খাতুন

জেগে জেগে ঘুমে ঘোরে
যদি কেউ থাকে,
তার ঘুম ভাঙে না’তো
কভু কারও ডাকে।

নিজ বিনে কভু সে
বুঝে-না যে কিছু,
অসহায় হাতগুলো
মিছে নেয় পিছু।

চোখ খুলে বসে যেই
দেখে চারিদিকে,
কিছু নেই পড়ে আর
সবই মরিচিকে।

দুই পায়ে ভর দিয়ে
ঠিক সেই ক্ষণে,
চোখ বুঁজে ছুটে চলে
যেথা আছে গণে।

সেথা গিয়ে সবিনয়ে
বসে গা ঘেষে,
দেখে তারে মনে হয়
মরে যাই হেসে।

তারপরে শুরু করে
মধু ঝরা বোলে,
শুনে তা ভাবে ঋষি
যেন শিশু কোলে।

পৃথিবীর কিছু যেন
বুঝেনি সে কভু,
আসলে সে লম্পট
ভাবে জবুথবু।

———

শিরোনামঃ লুটেরা
কলমেঃ রনী খাতুন

ইসরাইলী আগ্রাসনে
ফিলিস্তিনে ঝড়,
নির্বিচারে মারছে মানুষ
ভাঙ্গছে বাড়ি ঘর।

ইহুদি তোর এত্ত সাহস
কোথায় পেলি বল্?
মুসলমানের মসজিদে তুই
জ্বাললি দাবানল।

ঐ ভূমিতে ছিলো সে তো
মুমিন আলিমগণ,
তাঁদের খতম করবি বলেই
তোদের এমন পণ?

পশুর মতো ছোবল মেরে
করলি সবই লুট,,
অপরাধের তিলক কেটে
ভাঙলি নীতি কূট।

কত্তো বড়ো পিশাচ তোরা
কেমন তোদের ভুখ,
মুসলমানের রক্ত খেয়ে
পেলি ভীষণ সুখ।

যাসনে ভুলে আল্লাহ মহান
দ্যাখেন তিনি সব,
ধরবে যেদিন শক্ত হাতে
হয়ে যাবি টব।

 

শিরোনামঃ পান্তা-ইলিশ
কলমেঃ রনী খাতুন
তারিখঃ,১৪/০৪/২০২৫

পান্তা-ইলিশ খেতে চলো
বটতলাতে মেলা,
নাগরদোলায় দুলবে তুমি
খেলবে মজার খেলা।

বোশেখ মাসের দপ্ত দুপুর
রাঙ্গা ঘোড়ার পরে,
শক্ত হাতে বসবে চেপে
হৃদয় যাবে ভরে।

মায়ের ভাষায় গল্প বুনে
বলবে সুরে গানে,
হাজার শ্রোতা শুনে তাহা
ভাসবে পুলক বানে।

বাংলাদেশের পরিচিতি
ঠিক এমনি করে,
বিশ্ব দ্বারে পৌঁছে দেবে
হাত উঁচিয়ে ধরে।

সংস্কৃতিকে রাখবে অটুট
করবে না’কো হেলা,
বর্ণ মালায় রং ছড়ায়ে
কাটবে সুখে বেলা।

পশ্চিমাদের সংস্কৃতিকে
রেখো না আর মনে,
বীরের বেশে বাঁচতে শেখো
আপন মায়ের সনে।

 

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট