শিরোনাম- বৈশাখ এলো
কবি -শাহিনা আফরোজ
বৈশাখ এলো বৈশাখ এলো
চারিদিকে কলরব
বৈশাখেরই আনন্দেতে
ঘুরতে যাবো সব ।
বৈশাখের আনন্দেতে
উল্লাসেরই ঢল
কে কে তোরা রমনার যাবি
আমার সাথে চল।
পান্তা ভাতের সাথে মরিচ
আছে ইলিশ ভাজা
শুটকি, আলু,বেগুন ভর্তা
সবই তাজা তাজা।
মাটির থালি মাটির মগে
মাটির মানুষ মোরা
বর্ষবরণ করব সবাই
কিনব মাটির ঘোড়া।
ভাটিয়ালি, ভাওয়াইয়া
থাকবে মাটির গান
যেথা আঁকে স্বপ্ন কথা
বাঙ্গলা বঁধুর প্রাণ।
লাল সাদা থাকবে বসন
তালপাখা আর কাচের চুরি
মাথায় দিয়ে ফুলের মালা
প্রিয়ার হাতটা ধরি
বাঙ্গলার রূপ দেখব সবাই
গাঁ-শহরে ঘুরি ।
এবছরের বর্ষবরণ
ঈদের পরে এলো
খুশীর একধাপ অনায়াসে
দ্বিগুণ বেড়ে গেলো
সারাটা বছর কাটবে মোদের
আনন্দ আর খুশীতে
এইজন্য পহেলা দিনেই
দিন যে কাটাই উল্লাসে।।