1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ পূর্বাহ্ন

কবি:স্বপন আহাম্মেদের দুইটি কবিতা।

  • প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কে বাঁচাবে দেশ
স্বপন আহাম্মেদ

দেশটা যেন মগের মুল্লুক
বলার কিছুই নাই,
সবাই এখন বড়ো নেতা
দুঃখে মরে যা-ই।

স্বপ্ন ভরা স্বদেশ আমার
রক্ত দিয়ে ভেজা ,
শেয়াল-শুকুন খাচ্ছে লুটে
সবাই যেন তাজা।

আইনি শাসন নাইরে দেশে
চোর-ডাকাতে ভরা,
ফাইলগুলো সব পড়ে আছে
উঁইপোকাতে ধরা।

ছিনতাইকারী বাড়ছে দেশে
অপরাধ নেই কম,
নারী ধর্ষণ যখন তখন
আঁতকে ওঠে দম।

ক্ষমতাটা হাত বদলে
যদিও এলো ভাই,
অশান্তিটা যায়নি তবু
দেখার মানুষ নাই।

দেখি না আর আলোর ঝিলিক
মশাল হাতে ওই,
অন্ধকারেই ডুবছে স্বদেশ
কেমন করে সই।

নীতি ভুলে যাচ্ছে সবাই
লোভের নেইকো শেষ,
শান্তি তবে কে ফেরাবে
কে বাঁচাবে দেশ?


মানুষ কেন পশু
স্বপন আহাম্মেদ

কিছু মানুষ পশুর মতো
বিবেক বুদ্ধি-হারা
মুখে তাদের মুখোশ পরা
মানুষ ঠকায় যারা।

হিংস্র হয়ে চলে কভু
দেখি লোকের মাঝে
স্বার্থ-লোভে হায়েনা যেন
দেখি অনেক কাজে‌।

মানুষ হয়েও মানুষ মারে
ধর্ষণ করে শিশু
বিবেক বুদ্ধি নাইকো তাদের
যেন বনের পশু ‌।

তাদের জ্বালায় অতিষ্ঠ আজ
দেশের সকল জাতি
দিনের বেলায় দেখি ঘরে
আঁধার কালো রাতে।

এসো সবাই মিলেমিশে
সমাজটাকে গড়ি
পাপের পথটা ছেড়ে দিয়ে
পুণ্যের পথেটা ধরি।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট