পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একগুচ্ছ অনু কবিতা :
কবি:মো. নজরুল ইসলাম
১/ ঈদ
আকাশে আজ চাঁদ উঠেছে
কালকে হবে ঈদ,
অবুঝ ছেলে বায়না ধরে
জামা কেনার জিদ।
রঙিন প্যান্ট জুতো জোড়া
গায়ে নতুন জামা,
সকাল হলে গোসল করে
সাথে যাবেন মামা।
২/ ঈদের দিন
ঈদের দিনে খোকা খুকুর
খুশির দোলা লাগে,
নতুন জামা রঙিন জুতো
মনে পুলক জাগে।
ঈদের আলো সবাই জ্বালো
খোকা খুকির মনে,
ছোটো বড়ো সবাই ঈদে
মিশে সবার সনে।
৩/ ঈদের শপথ
ঈদের খুশি আনন্দ আজ
সবাই খেলা করে,
খেলার পড়ে সবাই মিলে
আসে খোকার ঘরে।
ফিরনি সেমাই বিরিয়ানি
পেট ভরিয়ে খেলো,
দিনে একটা ভালো কাজে
শপথ নিয়ে গেলো।
৪/ ঈদের সকাল
খুশির মেলা সকাল বেলা
জুটে সবার ঘরে,
খুশির সুখে হাসির মুখে
সবার দোরে করে।
বছর শেষে ঈদ আসেরে
নতুন বেশে সাজে,
সবাই মিলে ঈদের খুশি
মিশে সবার মাঝে।
৫/ ঈদ আসে
রোজার শেষে খুশির বেশে
ঈদটা আসে দেশে,
অনেক বেশি খুশি আবেশ
বিলায় হেসে হেসে।
ঈদের শেষে সবার মাঝে
সকাল সাঁঝে থাকে,
শান্তি সুখের জীবন হবে
দেশের প্রতি বাঁকে।
৬/ ঈদের নিদ
বছর ঘুরে যখন আসে
রমজানের ঈদ,
সবার মনে খুশির বার্তা
চোখে হারায় নিদ।
ঈদ এসেছে ঈদ মোবারক
সোনালী রোদ সুখে,
ঈদের খুশি জোয়ার তুলে
সব মানুষের মুখে।