কবিতা:আনন্দময় ঈদ
কবি:পত্রলেখা ঘোষ
তারিখ-৩০/৩/২০২৫
পূব আকাশে উদিত হয় ঈদের বাঁকা চাঁদ,
মুসলিম ঘরে মহানন্দ ভাঙলো খুশির বাঁধ।
তিরিশ রোজা শেষ করে সব ঈদগাহেতে যায়-
মহান রবের সন্তুষ্টিতে গোনাহ্ মাফ চায়।
নতুন পোশাক পরে সবাই ঈদের নামাজ পড়ে,
নামাজান্তে দেখি সবে কোলাকুলি করে।
শহর থেকে ফেরে সবাই প্রিয়জনের টানে-
সবার সাথে দেখা হবে প্রবল খুশি প্রাণে।
সবার ঘরে সুখাদ্য আজ চলবে সকাল সাঁঝে,
ঈদের খুশি ছড়িয়ে যাক সর্বস্তরের মাঝে।
ধনী পরে দামী পোশাক গরীব ঘরে দুখ-
তাদের ঘরে খাদ্য এলে তারাও পাবে সুখ।
যাকাত ফিতরা দিয়ে সবে পুণ্য লাভ করে,
গুরুজনের আশীষ সবার মাথায় ঝরে পরে।
বিবাদ ভুলে সবাই করে ঈদ-উল-ফিতর পালন-
বক্ষমাঝে সম্প্রীতিবোধ করুক সবে লালন।