বাংলায় সুখের ইদ
কবি:আওলাদ হোসাইন সজীব
অমানিশার আঁধার কালো, এবার বুঝি দূরে গেলো, এলো খুশির ইদ,
বাংলা এখন থাকবে সুখে, ঝরবে হাসি সকল মুখে, পাবে শান্তির নিদ।
হাত ও বুকে মিলবে সবে, উল্লাস নিয়ে বলবে ভবে, ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!
অশ্রুভেজা ইদ উপমা, কারো মনে না হোক জমা,
উদারতায় করে ক্ষমা পালন করবো ইদ,
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!
কালোর পরেই আসবে আলো, ভবপারে সবই ভালো,
দূর হবে সব পাপের কালো, স্বচ্ছ করলে হৃদ,
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!
মুমিন মুসলিম বন্ধু ও ভাই, মন মিলনে আনন্দ পাই,
ভালোবাসার বন্ধনে তাই, গড়বো শক্ত ভীত,
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!
ইদগাঁহেতে হবে মিলন, প্রভুর দেয়া সুখেরই ক্ষণ,
আমরা সবাই করবো গ্রহণ, আনন্দময় ইদ,
ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!
অমানিশার আঁধার কালো, সত্যি এবার দূরে গেলো, এলো খুশির ইদ,
বাংলা এখন থাকছে সুখে, ঝরছে হাসি সকল মুখে, পাচ্ছে শান্তির নিদ।
হাত ও বুকে মিলছে সবে, উল্লাস নিয়ে বলছে ভবে, ইদ মোবারক ইদ মোবারক ইদ মোবারক ইদ!!!