সালামি সন্ত্রাস~
কবি:উম্মি হুরায়েরা বিলু
ঈদ এলো, বন্ধু, সালামি চাই
সালামি না দিলে রক্ষা নাই
যদি না দিস তোরা সালামি
হয়ে যাবি তোরা আসামি
বদদোয়া দিবো, টাকলা হবি
সালামি দিলে রক্ষা পাবি
সালামি দিয়ে হাসি খুশি থাক
সালামি না দিলে তোরা দাড় কাক
সালামি না দিলে মারবো গুঁতো
হয়ে যাবে তোদের পেটটা ফুটো।
সালামি না দিলে পাবি না রক্ষে,
আসছি দিবো ঘাড় মটকে
ঈদের দিনে বন্ধুদের খুশি কর
নইলে আছার খেয়ে পড়