কবিতার নাম – শুভ জন্মদিন
কবির নাম – উন্মেষন খীসা
তারিখ – ২৩।০১।২০২৫ খ্রিঃ
বাবা নিঝুম আজকে তোমার
শুভ জন্মদিন,
দিনটি হোক মধুর তোমার
বাজুক খুশির বীণ।
জন্মদিনে তুমি আছো
মোদের থেকে দূরে,
যতই থাকো দূরে তুমি
আছো হৃদয় জুড়ে।
ভাইয়ে-বোনে পালন করো
তোমার শুভ জন্মদিন,
দিনটি কাটুক আনন্দে তোমার
না হয় যেন মলিন।
আশীর্বাদ করি তুমি যেন
হও মানবিক মানুষ,
নৈতিক শিক্ষা অর্জন করে
কখনও হওনা বেহুঁশ।
লেখাপড়া শিখে তুমি
দেশের সেবক হবে,
তোমার সেবায় খুশি হয়ে
কাঁদবে মানুষ ভবে।
বাধাবিপত্তি অতিক্রম করে
তুমি হও যেন সফল,
ভগবানের কাছে বন্দনা করি
না হয় যেন কখনও বিফল।