অজ্ঞতার হোক নাশ
পত্রলেখা ঘোষ
অজ্ঞতা এক পরম শত্রু
দেশ ও জাতির কাছে,
তাদের কারণে গল্পের গরু
সহজেই চড়ে গাছে।
যুক্তিহীনতা তাদের স্বভাব
নিজ ভাবনায় চলে-
যুক্তি শিক্ষা পরম শত্রু
যায় দুপায়ে তে দলে।
যুক্তির কথা বললে তাদের
যায় যে বেজায় খেপে;
নিজেদের ভাবে মহা পন্ডিত
কখনো চলে না মেপে।
কুযুক্তি দ্বারা বিরোধী মতকে
সদা খন্ডন করে –
চোখ যে তাদের সদাই বন্ধ
ভুলের জগৎ গড়ে।
সেই সুযোগেই ধর্মান্ধরা
তাদেরকে গ্রাস করে,
তাদের মতোই তাদের বুঝিয়ে
অযোগ্য দেশ গড়ে।
সংখ্যার জোরে তারাই যখন
শাসন করবে দেশ-
দেশ পিছাবেই সন্দেহ নাই
প্রগতি হবেই শেষ।
শিক্ষার দ্বারা অজ্ঞানতাকে
দূর করতেই হবে,
যুক্তির আলো প্রবেশ করবে
রুদ্ধ দুয়ারে তবে।
দেশ গঠনেতে তারাও এগোক
এটাই আমরা চাই-
সবার চেতনা জাগ্রত হোক
শুভকামনা জানাই।