রোজ সকালে তুমি
কলমে: শেখ বুলবুল আহমেদ
তারিখ ২৬/১২/২০২৪ ইং
রোজ সকালে তুমি এসে,
দিয়ে যেতে ফুল।
তোমায় আমি ভালোবাসিনি,
তাই করেছি ভুল।
তুমি আমায় চেয়ে ছিলে,
আপন করে পেতে।
তবুও আমি হাত রাখিনি,
তোমার দুটি হাতে।
মন দিয়েছ প্রেম দিয়েছ,
তাই দিয়েছ ফুল।
তোমায় আমি ভালোবাসিনি,
তাই করেছি ভুল।
তুমি আমায় বাসতে ভালো,
হেসে বলতে কথা।
তোমার জন্য আমার বুকে
এখন লাগে ব্যাথা।
তোমায় খুঁজি এখন আমি,
পাইনি তোমার দেখা।
তোমায় পেলে নতুন করে,
আঁকবো প্রেমের রেখা।