শিরোনামঃ প্রিয় প্রাক্তন
কলমেঃ শাহিন আলম
তারিখঃ ০৫।০১।২০২৫
বিচ্ছেদ হয়েছে বলে তোমাকে অপ্রিয় বলা
অসহনীয় দুঃসাহস আমার সাধ্যের বাইরে
আমার তো তোমাকে প্রাক্তন বলতেও ভিষণ কষ্ট হয়
এখনো কোথাও তোমার নাম উচ্চারিত হলে
শান্ত হৃদয়ে সৃষ্টি হয় জলোচ্ছ্বাস,
বিরহের অনলে অতৃপ্ত আত্মা কেঁপে ওঠে উত্তাপে
ক্ষতের আঘাতে ক্রমাগত কমতে থাকে শ্বাস প্রশ্বাস।
এখনো অস্তিত্বহীন ঘুটঘুটে রাতের অন্ধকারে
তোমাকে গোলাপ ভেবে জড়িয়ে রাখি বুক পকেটে
যদিও ধারালো কাটার আঘাতে রক্তাক্ত হই বহুবার,
পরক্ষণে পাহাড়সম বেদনাদের দূরে সরিয়ে
দু’হাতে অশ্রু মুছে তোমার মায়ায় জড়াই আবার।
এখনো অস্থিরতায় উদ্বিগ্ন হই তোমার স্মৃতির শহরে
সত্য গোপনে দৃষ্টির অগোচরে করি স্মৃতিচারণ
মিথ্যে করেই বলে ফেলি ভুলে গেছি তোমাকে,
শূন্য অন্তরালে বাহানা খুঁজি ফের মনে রাখার
স্মৃতিভ্রমের তিক্ত লাভায় উৎপত্তি করি ব্যর্থতাকে।
ক্লান্ত দেহের ভার বইতে কলঙ্ক একে যাই নিজের নামে
প্রিয় প্রাক্তনকে ভুলে থাকার হিসেব করি অস্বীকার
সমাপ্তির দারপ্রান্তে এসে বারবার বলতে ইচ্ছে করে
মায়ায় জড়াতে পারোনি তো কি হয়েছে?
বিচ্ছেদময় কষ্টের সাদা কাফনে জড়িয়ে গেলে,
শেষবার তোমার নরম হাতের স্পর্শ দিও
অপ্রয়োজনীয় ক্ষমা চাওয়ার বদলে।