শিরোনামঃ অভিযোগ দিয়ে গেলে
কলমেঃ শাহিন আলম
তারিখঃ ০৬।১২।২০২৪
আমি তো তোমাকে বুকের খাঁচায় রাখতে চাইতাম
তখন তুমি বললে কি?
ভালোবাসা নাকি মুক্ত পাখির মতো
আকাশে উড়িয়ে দিতে হয়
আর যদি সে ফিরে আসে তাহলে তোমার
দিলাম তোমাকে মুক্ত করে
তুমি উড়ে গিয়ে বসলে অন্য ডালে।
আমি তো তোমাকে নিয়ে স্বপ্নে বিভোর ছিলাম
তুমি বললে জেগে স্বপ্ন না দেখে
ঘুমিয়ে স্বপ্ন দেখতে
আমি ঘুমিয়ে তোমাকে স্বপ্নে দেখলাম
ঘুম ভেঙে যাওয়ার সাথে স্বপ্নের মতো
তোমাকেও হারিয়ে ফেললাম।
আমি তো তোমার চোখে নিজেকে খুঁজে পেতাম
তুমি বললে তোমার চোখের মায়ায় পরতে
যখন তোমার চোখের মায়ায় পরলাম
তখন তুমি বললে এখনো আমার মায়ায় জড়াতে পারনি
তাহলে চোখের মায়ায় পরে কি হব।
আমি তো তোমাকে চাঁদের আলো ভাবতাম
তুমি বললে তোমাকে চাঁদ ভাবতে
যখন তোমাকে চাঁদ ভেবে হাত বাড়ালাম
তখন তুমি বললে বামন হয়ে
চাঁদের দিকে হাত না বাড়াতে।
আমি তো তোমার ভালোবাসায় বেখেয়ালি ছিলাম
তুমি বললে ভালোবাসলে পাগলামি করতে হয়
আমি তোমাকে পাওয়ার জন্য পাগলামি করলাম
পূর্ণতার কাছাকাছি আসার পরে তুমি বললে
পাগলেকে সহানুভূতি দেখানো যায়
কিন্তু ভালোবাসা যায় না।
আমি তোমাকে বুকে আগলে রাখতে চেয়েছিলাম
তুমি বললে ভালোবাসা প্রজাতির মতো
আলতোভাবে ধরে রাখতে হয়
আমি খুব যত্নে তোমাকে আলতো করে ধরলাম
আমার আলতো ছোঁয়ায় উড়ে চলে গেলে
আর সেই তুমি অভিযোগ দিয়ে গেলে
আমি নাকি তোমাকে ধরে রাখতে পারিনি।