1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

কবি: মোঃ সওকত ইসলাম শাওনের দুইটি কবিতা।

  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

চোগলখোরী
কলমে: মোঃ সওকত ইসলাম শাওন

চোগলখোরের মুখে শুনি কত কথা,
পিঠ পুড়ে যায়, জ্বলে ওঠে মাথা।
কথার তুবড়ি ছুটে সবার কানে,
বিষ ছড়ায় মনে, দগ্ধ করে প্রাণে।

কথার ভাঁজে ভাঁজে মিথ্যার ছড়া,
আপন মানুষকেও করে পরা।
নিজের সুখে হাসে, অন্যে জ্বলে,
কথার বিষে জাল বিছায় গলে।

সতর্ক হও, ভাই, চোগলখোর থেকে,
কথার ফাঁদে পড়লে হারাবে সব রেখে।
সততার আলো জ্বালো অন্তরে,
তবেই রক্ষা পাবে চোগলখোরের দোষে।

মানুষের মুখে বলো সত্যের গান,
মিথ্যার পথে হাঁটবে না অবিরাম।
চোগলখোরীর দুনিয়া যদি হয় শেষ,
তবেই হবে শান্তি, আসবে নব দিনেষ।


মানুষ
কলমে: মোঃ সওকত ইসলাম শাওন

মানুষ তুই কিসের অহঙ্কারে,
বয়ে চলিস একলা পথে?
মানুষের মাঝে মিল খুঁজিস না,
নিজেকে রাখিস কিসের মোহে?

কীসে তোর শক্তি, কীসে তোর গর্ব,
সবই যে একদিন শেষ হবে,
তবু তুই ভুলিস, তোর অচিন সত্তা,
স্বপ্নের জগৎ হারাবে রবে।

তুই কি জানিস না, ঐ মাটির নিচে,
সব অহঙ্কার মিশে যায় ধূলায়?
মানুষের আসল পরিচয় তো,
থাকে তার কর্মের আলোয়।

তুই যদি সত্যিই মানুষ হতে চাস,
পরকে ভালোবেসে দে মন,
কারণ তোর সব রূপের খেলা,
শেষ হবে মৃত্যুর গন্তব্যে।

মানুষ হও, তুই মানবতার বন্ধু,
প্রেম আর দয়ার পথে চলো,
এই জীবনের সব অর্জন শুধু,
হৃদয়ে গাঁথা থাকবে ভালো।

সমাপ্ত

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট