কবিতার নাম – জানি তুমি নেই
কবির নাম – আশীষ খীসা
তারিখ – ২৬।১১।২০২৪ ইং
রিপন তালুকদার জানি তুমি নেই তব মনে হয়
যেন তুমি এখনও আছো আমাদের মাঝে,
কবিতার লেখনীতে সাহিত্য জগতে কবিতার
ডালি নিয়ে কাব্য শৈলীতে ছন্দ ও মাত্রার সাজে।
আজি এই ধরায় মানবকুলে তুমি নেই বলে
তোমার শূন্যতায় সাহিত্যাঙ্গন খাঁ খাঁ করছে,
তোমার জীবিতকালীন সময়ে তোমার ভাবনায়
লুকায়িত থাকা কবিতাগুলো ঢুকে ঢুকে মরছে।
তোমার প্রাণবায়ু চলে যাওয়ার সাথে সাথে
কবিতাগুলোও হাওয়ায় মিশে গেছে অদৃশ্য হয়ে,
হয়তো প্রকাশিত ও অপ্রকাশিত কবিতাগুলোও পড়ে
থাকবে অযত্নে তোমার অবর্তমানে,তাই আছে সংশয়ে।
তুমি যদি বেঁচে থাকতে এই ভুবনে আর কিছুটা বছর
শুনতাম,দেখতাম ও পড়তাম তোমার কত কবিতা,
মনে পড়ে তোমার বিদ্রোহের কবিতা,প্রেমের কবিতা,
বিরহের কবিতা;তাই বড্ড খারাপ লাগছে মনটা।
দুঃখ ও আফসোস করোনা স্নেহধন্য ছোট ভাই আমার তুমি এই পৃথিবী থেকে চিরতরে চলে গেছো বলে,
তুমি যুগ যুগান্তর বেঁচে থাকবে মানুষের মনের গহীনে,
সাহিত্য প্রেমিকের কাছে সাহিত্যাঙ্গনে কবিতার ঢলে।
মানুষ মরণশীল,সবাইকে মরতে হবে,কেউ রবেনা চিরস্থায়ী এই ভবে;সবাইকে যেতে হবে এই ভুবন ছেড়ে,
কেউ হয়তো আগে কেউ হয়তো কিছুটা সময় পরে
কিন্তু কবিতার যাদুতে তুমি সবার মন নিয়েছো কেড়ে।