কবিতার নাম – ফুলের পরশে সিক্ত
কবির নাম – উন্মেষন খীসা
রচনার তারিখ – ২৩।১১।২০২৪ ইং
বহুদিন পর রাঙ্গুনীয়ায় শুভাগমনে গভীর
ভালোবাসায় হলাম মোরা ফুলের পরশে সিক্ত,
জীবন চলার পথে পেয়েছি কত বন্ধু-বান্ধব
তাই মাঝে মাঝে ভাবি আমি নহে রিক্ত।
জীবন চলার পথে পরিচয় হয় কতজনের সাথে
তাদের থেকে বেশ ক’জন হয় খুব আন্তরিক,
সুখে-দুঃখে ও বিপদে-আপদে সদা থাকে তারা পাশে
হৃদ্যতার কমতি থাকেনা আচরণিক ও মানসিক।
ভালোবাসার পরশ যায়না কখনও ভুলা
লেগে থাকে আঠার মত হৃদয়ের গহীনে,
সুখে-দুঃখে,বিপদে-আপদে লাগে বন্ধু-বান্ধব
ও আত্মীয়-স্বজন,চলা যায়না তাদের বিহনে।
আমি একজন খুব বন্ধুত্ব প্রিয় মানুষ,
তাই বন্ধু-বান্ধবের অভাবও নেই আমার,
প্রায় প্রতিটি জায়গায় আছে আমার বন্ধু-বান্ধব
তাই অভাব হয়না খাবার,ঠিকমত করি আহার।
ভ্রমণ পিপাসূ ব্যক্তি আমি,ভ্রমণ আমার খুব প্রিয়
তাই ভ্রমণ করি প্রায় নানান রকম জায়গায়,
বন্ধু-বান্ধবের কাছে যাই বেড়াতে অবসর সময়ে
বন্ধু-বান্ধবের ভালোবাসা আমাকে আনন্দ জাগায়।