1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম ঃ পুষ্প ভালোবাসা কবি – মিনা রবিউল

  • প্রকাশিত: রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

 

শিরোনাম ঃ পুষ্প ভালোবাসা

কবি – মিনা রবিউল

আকাশটা পুড়ছে একবার চাও
পুড়ছে কি তোমার অন্তরটাও?
ফুল ফুটেছে তবুও সৌরভ হীন
কাঙাল আমি মনটা উষর বিলীন ।

অরন্যে পাখির গান শোনা কি যায়?
ওখানে হ্নদয়হীনে কে কথা বলে হায়
অভাগা অভাব বোঝো, প্রেম বোঝোনা
শরাব খোজো কেন দূরে দাঁড়িয়ে বাসনা?

নদীর তরঙ্গের ঢেউ বুকে খেলা করে
ধুসর গোধূলি সন্ধে প্রান্তর গুমড়ে মরে
এই বুকে শিহরণ ছিল মেঘের মতো শাদা
কাশফুলের দোহাই লাগে, হ্নদয়ে সুখ বাধা।

অন্তর পুড়ছে, চারিদিকে বিধ্বস্ত মধুর
শ্যৈণদৃষ্টি পড়েছে রণাঙ্গনে বিধ্বস্ত বিধুর
বিন্দু বিন্দু ঘাম রক্ত হয়ে ঝরছে অবিরত
আকাশটা পুড়ছে, মানুষ মরছে অগুনিত।

আকাশটা পুড়ছে একবার চাও তুমি
চারিদিকে বারুদ, জ্বলছে জন্মভূমি
আরো জ্বলছে ভালোবাসা নামক তাপ
অহংকারে পুড়ছে যৌবন, নেই অনুতাপ।

চারিদিকে রক্তের নহরে ভেসেছে জীবন
একটু শান্তি ফিরুক , স্বস্তিতে থাকুক মন
আর নয় ভুলের চোরাবালিতে হারানো
বিজ্ঞপ্তি প্রকাশ হলো, হ্নদয়ে সুখ জাগানো।

আকাশটা পুড়ছে একবার চাও তুমি
হ্নৎপিন্ড চিঁড়ে রোবটিক হচ্ছে জন্মভূমি
আর চাই না রক্ত,সংযমে আসুক আশা
হাতে হাত রেখে বলি এটা পুষ্প ভালোবাসা।

খুলনা ০৯/১১/২০২৪

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট