শিরোনাম,,, মানবিকতা,
কলমে,,, আভা মালাকার,
তারিখ,,,৫/১১/২৪,
মানবিকতার আসনে আজো কাঁদে
আধুনিক সমাজের অট্টালিকা দেয়াল,
শিক্ষার হাত ধরে পাশ কাটিয়ে যায়
চেতনার সুগন্ধি আতর নেই কোন খেয়াল।
বইয়ের পাতায় উজ্জ্বল তারকা খচিত নক্ষত্র
আহরণে শ্রম দিয়ে জীবন চলে যত্রতত্র,
শুধুই প্রতিযোগিতার দামামা বেজে উঠে বুকে
হারিয়ে যাচ্ছে মানবিকতার ছোঁয়া হৃদয় থেকে।
এসো এসো ভাই খুঁজে নেব প্রকৃত জীবন মূল্য
শিক্ষার আসনে লুকিয়ে আছে তোমার বিবেক,
বিবেক বুদ্ধি গড়া যে বহু অমূল্য রতন দিয়ে
স্বার্থের প্রাচীর ভেঙে নেব তাহা ছিনিয়ে।
বিবেক যে বন্ধু তোমার ভুলে যেও না
আশীর্বাদ বিরাজে সদা জীবন চলার পথে,
সমাজের বুকে ছড়িয়ে আছে কত মহৎ কাজ
অর্থে নয় শুধু বিচার বিবেচনায় তার সাজ।
যারা মহান আজো যারা অমর তাদের স্মরণ করে দেখো
করেছেন মহৎ কাজ, করছেন সভ্য সমাজ প্রতিষ্ঠা,
হারিয়ে যেতে দিওনা এগিয়ে এসে ধরো হাতে হাত,
আগামী প্রজন্ম যেন পায় এই অমূল্য মানবিকতার স্বাদ।।