শিরোনাম – অন্নদাতা
কলমে -নিতাই শর্মা
তারিখ – ০৫-১১-২০২৪
ওরা কাজ করে মাটির পরে
জ্যৈষ্ঠের কাঠফাঁটা রোদ্দুরে।
শ্রাবণের ধারা মাথার ওপরে,
ওরা কাজ করে ফসলের তরে।
ওরা অন্নদাতা দেশ দেশান্তরে,
ওদের শ্রমে সবার উদর ভরে।
পান্তা ভাত জুটে ওদের দুপুরে,
দুবেলা খেতে পায় না পেট ভরে।
ওরা থাকেন জীর্ণ কুঁড়ে ঘরে,
মলিন ছিন্ন পোশাক গতরে।
অভাব অনটন ওদের চিরন্তন,
ওদের তরেই দেশের উন্নয়ন।
ওরাই সমাজে প্রকৃত সেবক,
সমাজ দেশে অর্থনীতির চালক।
চাষীর শ্রমে গড়ে খাদ্য ভাণ্ডার,
দুর্ভিক্ষে যোগায় মানুষের আহার।
হতে পারে ওরা নিরীহ সাধারণ,
মানবিক বিচারে ওরা অসাধারণ।
ওরা করুনার পাত্র নয় সংসারে,
ওরা নমস্য বিশ্ব চরাচরে চিরতরে।