মনের পাশে তুমি।
কবি -মোঃ মিনারুল ইসলাম।
তারিখ – ০৪/১১/২০২৪ ইং।
আকাশের কোলে তাঁরা দোলে,
মনের পাশে দোলে তুমি।
তোমার সৌন্দর্যে ভরে আছে,
মোর জীবনের নীলা ভূমি।
অপূর্ব সৌন্দর্যের গাঁথুনিতে,
পেয়েছি সুন্দর রূপে আমি।
তোমার সৌন্দর্যে ভরে আছে,
ক্ষুদ্র জীবনের হৃদয় খানি।
তোমার অপূর্ব প্রেমের বাহারে, মুগ্ধ হয়েছি ফুলের মতো আমি।
কেন জানি হৃদয়টা দুলে উঠেছে?
তব ছন্দের ভালোবাসার গানে।
তব ছন্দের সুরের গান গেয়েছি,
তাকিয়ে ছিলাম তোমার পানে।
তব ছন্দে প্রজাপতির মতো উড়ে,
দিয়েছি প্রেমের ডানা দুটি মেলে।
গগনের চাঁদ আলো দিয়েছে,
তব ছন্দের আলো উঠেছে দুলে।
তব ছন্দের আনন্দে মেতে উঠেছি,
জীবন ধন্য তোমাকে পেয়ে।
অমাবস্যার রাতে আধার দেখায়,
তব ছন্দে আধার পায়নি খুজে।
তোমার সুদৃশ্য রূপের বাহার যেন,
তব ছন্দ ছড়িয়ে পড়েছে মনে।
আকাশের কোলে তাঁরা দোলে,
মনের পাশে দোলে তুমি।
কপি সংরক্ষিত।