1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

জীবন দীপ” রবীন্দ্রনাথ হালদার। আত্মজীবনীমূলক কবিতা। 04/11/2024.

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

“জীবন দীপ”
রবীন্দ্রনাথ হালদার।
আত্মজীবনীমূলক কবিতা।
04/11/2024.

প্রদীপের পলতে,
ধিকি-ধিকি করে জ্বলতে-জ্বলতে,
একদিন চিরতরে নিভে যায়,
তারপরে শত চেষ্টা করলেও পৃথিবীর মানুষ কভূ তারে আর খুঁজে নাহি পায়।
আমার জীবন প্রদীপেরও সলতে,
ওভাবেই ধিকি -ধিকি করে জ্বলতে-জ্বলতে,
একদিন চিরতরে ঠিক নিভে যাবে,
সেদিন শত চেষ্টা করলেও তোমারা আমাকে পৃথিবীর আর কোথাও খুঁজে নাহি পাবে।
জানি আমি-~জীবনে ভাগ্য কিংবা কর্ম করে আসিনি ভালো,
তাই আমার জীবন প্রদীপ হতে পৃথিবীর কেউ পাইনি কখনও জ্ঞান কিংবা গরিমার কোনো আলো।
তবুও এই অধমের একটি কাতর আবেদন আছে,
পৃথিবীর সকল মানুষের কাছে।
আমার রেখে যাওয়া সৃষ্টির সম্পর্কে যদি কখনো কারো মনে কোনো আগ্রহ জাগে,
কিংবা আমার রেখে যাওয়া কোনো সৃষ্টি আপনাদের মনে যদি কখনো ভালো লাগে!
তখন এই অধমের ফেলে রেখে যাওয়া স্নেহাশীষ ও ভালবাসাটুকু তোমরা নিও,
তারপরেও মোর তরে জীবনে দীপ যদি জ্বালাতে নাহি পারো তবে মরণের পরে দীপ জ্বেলে কিন্তু দিও।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট