কবিতাঃ জনম হবে স্বার্থক
কলমেঃ মুহাম্মদ নুরুল কবির করিমী।
তারিখঃ ০৩।১১।২০২৪ খ্রিঃ
হিসেব করো নিকাশ করো
ওহে মো’মিন ভাই ,
হিসেব নিকাশ ছাড়া কারো
কোনো নিস্তার নাই ।
জীবন দিলেন আল্লাহ পাক
তাঁর ইবাদাতের জন্য ,
আল্লাহকে রাজী করো তবে
মানব জনম ধন্য ।
সর্বক্ষেত্রে কথায়-কাজে
রাখতে হবে মিল ,
জনম তখন স্বার্থক হবে
নিখাঁদ রাখলে দিল ।
হালাল-হারাম মেনে চলো
সকল কথা ও কর্মে ,
অন্যায়-অসৎ পন্থায় চলা
নিষেধ ইসলাম ধর্মে ।
হালাল রুজিতে শান্তি ভাই
মুহাম্মদ[সঃ]এর বাণী ,
হারাম রুজিতে অশান্তি সব
আছে অনেক গ্লানি ।
সঠিক পথে জীবন-যাপন
করতে যদি চাও ,
হিসেব-নিকেশের ভয় করে
হারাম ছেড়ে দাও ।
সৎ পথেতে যাঁরাই চলবে
করে হিসেব-নিকাশ ,
তাঁদের জনম স্বার্থক হবে
কোরআনেতে প্রকাশ ।