শিরোনাম – খোলা ডায়েরি
কলমে – ডা: তহুরা খাতুন
ডি এইচ এম এস, ঢাকা
রচনাকাল -৩০/১০/২০২৪
শুধু তোমার ছলে বুঝেও অবুঝ হয়ে
নয়ন ভাসাই জলে।
তোমার কথার কথা
না ভেবে না বুঝে
নিরবে সইছি ব্যথা।
আবেগি কথার রসে
সিরাজীর সাথে মিশে
ফেলেছিলে তুমি বশে।
যষ্টি হারানোর জ্বালা
অন্ধের জীবনে থাকে
হয়ে বিরহের মালা।
কভু যদি পড়ে মনে
দেখিবে একা নয় আমি
অশ্রু সাথী দুটি নয়নে।
ছিলাম তোমার আপন
দিন শেষে আমি নাকি
খুবই প্রয়োজন ?
আমি নয় তুমিও হেরেছ
পেয়েছিলে যা তুমি
রাখতে কি পেরেছ ?
মিটিলনা প্রণয়ের সাধ ক্ষণিকের তর এসেছিলে
দিতে মোরে অপবাদ।
খুব জানিতে ইচ্ছে হয়
পেরেছ কি ভুলিতে
নাকি মনে নাম লয়?