অন্ন বস্ত্র জোগান দাতা
আকিকুর রহমান তালুকদার
সনেট কবিতা
চাষী ভাই করে চাষ এই তাঁর খেলা
ধান পাট চাষ করে নেই তাঁর হেলা
রোদে পুড়ে বৃষ্টি ভিজে কেটে যায় বেলা
দিনে রাতে কষ্ট করে কৃষি কাজে মেলা।
সারা দেশে চাষী ভাই খাদ্য করে দান,
রোদে পুড়ে ঘামে ভিজে কর্মে লিপ্ত থাকে ,
সর্ব কালে সেরা চাষী অন্ন বস্ত্র রাখে
ধরা মাঝে সাধু শ্রেষ্ঠ রেখে যায় মান।
সর্ব শ্রেষ্ঠ সাধু ভাই মোর দেশে চাষা,
ভালো রাখো দেশ মাতা পুর্ণ করে আশা।
মূল্য দিলে মূল্য বাড়ে সর্ব জনে বলে
শ্রম ঘামে মূল্য দিলে চাষী কূল বাঁচে,
অন্ন বস্ত্র খাদ্য দ্রব্য গাছে গাছে ফলে
গর্ব বোধ চাষী নিয়ে সর্ব জন নাচে।