৩৫ কাঠুরিয়া
কবি:মোঃ নাজমুল হোসাইন শাওন
কেন হত্যা করল?
৩৫ কাঠুরিয়াকে
তারা বাঙালি বলে
এই নিরপরাধ মানুষদের
কি অপরাধ ছিল।
কেনো এই ৩৫ কাঠুরিয়া কে
নির্মম নিষ্ঠুর ভাবে
করিল হত্যা।
তাহা জানে না তার পরিবার
১৯৯৬ সালের তাদের হারিয়ে
কেঁদেছিল লংগদু বাসী
তাদের হারিয়ে রাঙামাটি বাসী
শোকাহত হয়ে পড়ে
সেই দিন কেঁদেছিল
আকাশ বাতাস
আর গুটা বাংলার জমিন
পার হয়ে গেল ২৮ টি বছর
২৮ বছর ধরো পরিবার পাইলো না বিচার।
লেখক পরিচিতি
মোঃ নাজমুল হোসাইন শাওন
শিক্ষার্থী সিযক কলেজ রাঙামাটি
উপজেলা ঃ লংগদু
জেলাঃ রাঙামাটি
মোবাইল ঃ ০১৬৩৮০৬৭১৩৩