1. info@dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন
  2. info@www.dainiknetrojolsahitthomagazine.com : দৈনিক নেত্রজল সাহিত্য ম্যাগাজিন :
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০৩:১৪ পূর্বাহ্ন

হৃদয় আকাশে মেঘ, কবি -কারিমা খাঁন দুলারী, খুলনা জেলা ফুলতলা বাংলাদেশ।  

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

হৃদয় আকাশে মেঘ,
কবি -কারিমা খাঁন দুলারী,
খুলনা জেলা ফুলতলা
বাংলাদেশ।

নষ্ট করলি বন্ধু, আমার এ জীবন
সুন্দর সুখের ছিল, এই অপরূপ ভুবন।
ছিলে তুমি আমার, নিঃশ্বাসে বিশ্বাসে,
জীবন শেষ করে গেলা, তুমি অবশেষে।
স্মৃতি গুলো বারেবারে, কেঁদে কেঁদে ফেরে,
চরম আঘাত করে,গেলিরে এ অন্তরে।

দুটি মন ছিল,বীনি সুতায় গাঁথা।
নিজের হাতে কষ্ট দিয়ে,দিয়ে গেলে ব্যথা।
বড় বেঈমান তুমি,, ছিলোনা জানা।
ধ্বংস করে দিয়ে গেলে, যতো বাসনা কামনা।
মনের মাধুরী দিয়ে, সাজিয়ে ছিলাম বাসর।
ভেঙ্গে দিলে নিজের হাতে, কাঁচের মতো অন্তর।

দিশাহারা পাখির মতো, গুলি বিধ্বস্ত এ বুক।
এ জীবনে পাবনা আর, কোনদিন সুখ।
বিধাতার বিধান, ভাগ্যের পরিহাস।
মন টাকে ভেঙ্গে দিয়ে,করেছো নিথর লাশ।
যেখানে থাকি আমি,যতোই দুরে।
চিরদিন থাকবে বন্ধু তুমি, আমার এই অন্তরে।

বাজবে না আর ঐ সুর, ছিঁড়ে গেছে তাঁর।
স্পন্দনে হাহাকার করে,পুড়ে এই পিঞ্জর।
জ্বলবে না আর আলো, আমার এ জীবনে।
কি করে বাঁচবো একা, তুমি বীণা এই ভুবনে।
হৃদয় আকাশে মেঘ করে, উঠেছে কম্পন ঝড়,
বুকের বাম পাশ ভেঙ্গে, কাঁপে থরথর।

চাতক পাখির মতো,আজ আমি আহত।
জীবনের থেকে ভালো বাসতাম আমি অবিরত।

নির্মম ভাবে আঘাত করে, ভাবিনি যাবে আমায় ছেঁড়ে।
হৃদয়ের মনিকোঠা ছিলে তুমি জুড়ে
ধ্বংস করে গেলে তুমি, পাহাড় সমান ভালোবাসা।
মন মহলে আমি, সাজিয়ে ছিলাম ফুলের বাসা।
বিনিময়ে করে গেলে, জীবনে তুমি অপমান।
এই ছিলো পাওনা ভালোবাসার প্রতিদান।

স্মৃতি গুলো কাঁদে, মাটিতে পড়ে লুটে।
ক্ষত বিক্ষত হয়ে গেছে, আমার বুকটা ফেটে।
বলে ছিলে এ ভালোবাসা নিতে পারবে কেউ।
তবে কেন দিলে হৃদয় প্রলয় কম্পন ঐ ঢেউ।
মন আর উদাস হয় না,ঐ বাঁশির সুরে।
বেদনা বিদুর হয়ে আছে,এই জীবন টাকে ঘিরে।

মিথ্যে ছলনা করে,বলে ছিলে ভালোবাসি।
বারবার হৃদয় ভেঙ্গে ও, আমি ছুটে আসি।
নেই সেই বিশ্বাস আর,ঐ ভালোবাসায়।
সিক্ত হয়ে গেছে আমার, ক্ষত এই হৃদয়।
ভালোবেসে ছিলাম আমি, অসীম অনন্ত।
আজ আমি কষ্টের আঘাতে,খুবই যে ক্লান্ত।

শেয়ার করুন

আরো পড়ুন
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট