হারানো সম্পর্ক
✍ টি আর রাব্বানী
এক সময় ছিল, যেখানে আমাদের গল্প ছিল,
চোখে চোখে, হাসিতে ভরা দিনের আলো,
যতটা কাছে ছিলাম, ততটাই দুরে চলে গেল,
হারানো সম্পর্কের স্মৃতি, আজও হয় না মুছে।
তোমার কথা মনে পড়লে,
হৃদয় মাঝে এক হাহাকার উঠে আসে,
আমরা যে পথটা একসাথে পাড়ি দিয়েছিলাম,
আজ সে পথ ভেঙে গেছে, হারিয়ে গেছে আমাদের সম্পর্কের দাগ।
কথাগুলো আর বলি না, হাসিটাও নেই,
তবুও তোমার চলে যাওয়ার শূন্যতা,
এমনকি আমার সঙ্গেও কিছু কথার জটিলতা,
বিষাদ ও বিষন্নতার মাঝেই জীবন চলছে।
তবে কখনো কখনো মনে হয়,
হয়তো আমাদের সম্পর্ক ছিল অমোঘ,
কিন্তু সময়ই ছিল আমাদের শত্রু,
সে সম্পর্কের বন্ধনকে ছিঁড়ে ফেলেছে।
তোমার চলে যাওয়ার পর,
এখন জীবনের কাছে নতুন কিছু প্রার্থনা,
হারানো সম্পর্কের স্মৃতিগুলো
আজও তাজা, কিন্তু ক্ষতবিক্ষত হৃদয়ে।
তবে আমি জানি, কিছু সম্পর্ক হারানো হয়,
কিন্তু এর মাধ্যমে কিছু শেখা যায়,
কিছুটা দুঃখ, কিছুটা হাসি,
যার স্মৃতি কোনোদিন মুছে যায় না।
হারানো সম্পর্কের মাঝে
একটা অদৃশ্য তীব্রতা থাকে,
যা আমাদের হৃদয়ে এক নতুন পথ খোঁজে,
আর আমরা, হারানো সম্পর্কের রেশে,
এগিয়ে যাই, আবার নতুন কিছু শিখে।